তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

  • ডিজিটাল কো-অর্ডিনেশন ও কো-অপারেশন অধিশাখা

    • ডিজিটাল কো-অপারেশন শাখা

        1. ডোমেস্টিক নেটওয়ার্ক কো-অর্ডিনেশন কমিটি (DNCC) এর সাচিবিক দায়িত্বসহ যাবতীয় কার্যাবলী সম্পাদন;
        2. তথ্যপ্রযুক্তি (সফটওয়্যার, হার্ডওয়্যার) গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ নিশ্চিতকরণে সহায়তা প্রদান;
        3. সিস্টেম ডিজাইন, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে পরামর্শ প্রদান/সমন্বয় সাধান;
        4. অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কিত কার্যাবলী;
        5. বিভাগের এপিএ/জিআরএস/এনআইএস/সিটিজেন চার্টার সংক্রান্ত অনলাইন কার্যক্রম এবং তথ্যের হালনাগাদকরণ।
        6. অ্যাপ্লিকেশন হোস্টিং সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে জাতীয় ডাটাসেন্টার/টায়ার ফোর ডাটা সেন্টারের সাথে সমন্বয় সাধন;
        7. ডিজিটাল এসিআর বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম;
        8. আইসিটি সম্পর্কিত অংশীজন/বেসরকারি সংস্থা (স্টেক হোল্ডার)-কে সহযোগিতা প্রদান;
        9. কর্তৃপক্ষের নির্দেশে প্রদত্ত অন্যান্য কার্যাবলী।
    • ডিজিটাল কো-অর্ডিনেশন শাখা

        1. বিভাগের ওয়েবসাইট উন্নয়ন, নিয়মিত আপডেট ও কন্টেন্ট ডেভেলপমেন্ট;
        2. ই-নথি/ডিজিটাল নথি সিস্টেম বাস্তবায়ন এবং দাপ্তরিক অ্যাডমিন এর দায়িত্ব পালন;
        3. সফটওয়্যার সিস্টেমের ক্ষেত্রে ইন্টারঅপারেবিলিটি সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধান করা;
        4. ইন্টারঅপারেবিলিটি  ফ্রেমওয়ার্ক ও মানউন্নয়ন এবং বাস্তবায়ন;
        5. ই-সেবার ক্ষেত্র চিহ্নিতকরণ এবং বাস্তবায়ন পদ্ধতি উদ্ভাবন;
        6. যুগোপযোগী প্রযুক্তি প্রয়োগ ও পরিচিতিসহ এ সংক্রান্ত সকল কার্যক্রম নিশ্চতকরণ;
        7. কর্তৃপক্ষের নির্দেশে প্রদত্ত অন্যান্য কার্যাবলী।